ভাইফোঁটার আবহেই দিল্লিতে সিইওদের তলব কমিশনের, বাংলাতেও কি এসআইআর-এর প্রস্তুতি?

দেশজুড়ে ভাইফোঁটা উৎসবের আবহের মধ্যেই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) দু’দিনের বৈঠকের জন্য দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে আলোচনা করতেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক চলছে, ঠিক তখনই কমিশনের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিইওদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য সিনিয়র আধিকারিকরাও।

বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটের আগে কি এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বৈঠকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং এসআইআর-এর প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। গত সপ্তাহেই কমিশন জেলাগুলিকে দ্রুত ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে, যা এসআইআর প্রক্রিয়াকে নির্ভুল করতে সাহায্য করবে। এই দু’দিনের বৈঠকের ফলাফলের দিকেই নজর রেখেছে রাজনৈতিক মহল, কারণ বৈঠক শেষে বাংলায় এসআইআর শুরুর ঘোষণা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *