মালিকের বকুনির ‘বদলা’, ইট দিয়ে থেঁতলে ৫ বছরের শিশুকে খুন করল পলাতক চালক!

দিল্লির নরেলায় এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল শহর, যেখানে মালিকের হাতে প্রহৃত হয়ে তার পাঁচ বছরের একমাত্র সন্তানকে ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল এক গাড়ির চালকের বিরুদ্ধে। স্থানীয় এক পরিবহন ব্যবসায়ীর ছেলে নিখোঁজ হওয়ার পর তার নিথর দেহ অভিযুক্ত চালক নীতুর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করলে, সন্দেহের তির সরাসরি নীতুর দিকে যায়, যিনি ঘটনার পর থেকেই পলাতক।

পুলিশের প্রাথমিক অনুমান, মালিকের কাছে বকুনি ও মারধর খাওয়ার প্রতিশোধ নিতেই নীতু এই জঘন্য কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য একাধিক বিশেষ দল গঠন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দাদের ব্যবহার করে দ্রুত পলাতক চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *