আজীবন সঞ্চয়ে ফ্ল্যাট কিনে বর্ধমানে মধ্যবিত্তের মাথায় হাত! প্রোমোটারদের বিরুদ্ধে বড় অভিযোগ – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
বর্ধমান শহরে কষ্টার্জিত টাকায় ফ্ল্যাট কিনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মধ্যবিত্ত ক্রেতারা। চুক্তি অনুযায়ী সুযোগ-সুবিধা না দেওয়া, নিম্নমানের নির্মাণ এবং নকশা পরিবর্তনের মতো অসংখ্য অভিযোগ জমা পড়ছে বর্ধমান পুরসভায়। বহু ক্রেতার দাবি, ফ্ল্যাট হস্তান্তরের পর প্রোমোটাররা পূর্বের শর্ত মানছেন না। পুরসভা এই প্রতারক প্রোমোটারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।