ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত! ইউক্রেন যুদ্ধ থামার আশায় ফের অনিশ্চয়তা

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত বৈঠক আপাতত হচ্ছে না। হোয়াইট হাউস মঙ্গলবার এই সাক্ষাৎ ‘সাময়িকভাবে’ বাতিল করার কথা জানিয়েছে। এর ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধের যে আশার আলো তৈরি হয়েছিল, তা ফের অনিশ্চয়তার মুখে পড়ল। আলাস্কার পরে এই বৈঠকটি হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বৈঠকে স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে কূটনৈতিক মহলের খবর অনুযায়ী, বৈঠকের আগে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এবং রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে টেলিফোনে যে আলোচনা হওয়ার কথা ছিল, সেটিও পিছিয়ে যায়। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন সংঘাত নিরসনে রাশিয়ার অবস্থানে যথেষ্ট পরিবর্তন না আসায় এই শীর্ষ বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *