এক অঙ্গে কালীপুজো! শ্যামা রূপে তারা মা ও নলাটেশ্বরী, ভক্তের ঢল প্রাচীন দুই মন্দিরে – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
শ্যামাকালী রূপে পুজো পেলেন দেবী তারাপীঠের মা তারা এবং নলহাটির দেবী নলাটেশ্বরী। কালীপুজোর তিথিতে ভরা অমাবস্যা পড়ায় প্রাচীন এই দুই শক্তিপীঠে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। সন্ধ্যায় ভিড় আরও বাড়ে। তারাপীঠে গভীর রাতে চলে চণ্ডীপাঠ ও তারাঅঙ্গে কালীপুজো। অন্যদিকে মা নলাটেশ্বরীকে সারা বছর রাতে অন্নভোগ না দেওয়া হলেও, কালীপুজোর রাতে শ্যামাকালী রূপে তাঁকে বিশেষ ভোগ নিবেদন করা হয়।