ভাইদুজে গুজরাট বিধায়কদের বাম্পার উপহার, অত্যাধুনিক ২১৬ ফ্ল্যাট উদ্বোধন করবেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ভাইদুজ উপলক্ষে গুজরাটের বিধায়কদের জন্য নবনির্মিত ২১৬টি অত্যাধুনিক ফ্ল্যাটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গুজরাটি নববর্ষের দিন গান্ধীনগরে ২৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আবাসন প্রকল্পের শুভ সূচনা হবে। দিল্লির আধুনিক সাংসদ আবাসের আদলে তৈরি এই নতুন আবাসনগুলিতে থাকছে সর্বাধুনিক সুযোগ-সুবিধা, যা বিধায়কদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে মনে করা হচ্ছে।

প্রায় পাঁচ বছর আগে প্রস্তাবিত এই প্রকল্পটি গান্ধীনগরের সেক্টর ২১-এ অবস্থিত পুরোনো ও জরাজীর্ণ ভবনগুলির পরিবর্তে নির্মিত হয়েছে। ১২টি নয়তলা টাওয়ারে বিস্তৃত এই ফ্ল্যাটগুলিতে প্রতিটি আবাসে তিনটি শোবার ঘর, একটি ড্রয়িং রুম, অফিস কক্ষ, ডাইনিং রুম এবং পরিচারকের জন্য আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে। এছাড়া, প্রকল্পের মধ্যে অডিটোরিয়াম, হেলথ ক্লাব, প্রবীণ নাগরিকদের পার্ক এবং খেলার মাঠের মতো আধুনিক পরিষেবাও যুক্ত করা হয়েছে। এই নতুন আবাসনগুলি গুজরাটের জনপ্রতিনিধিদের জন্য উন্নত সুযোগ-সুবিধার নতুন ঠিকানা হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *