২১ বছরেই হার্ট অ্যাটাক! পিজি হাসপাতালে জরুরি অ্যাঞ্জিয়োপ্ল্যাস্টিতে প্রাণ বাঁচল এমবিবিএস ছাত্রের – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
মেদিনীপুর মেডিকেল কলেজের এক ২১ বছরের এমবিবিএস ছাত্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে কলকাতার পিজি হাসপাতালে তাঁর জরুরি অ্যাঞ্জিয়োপ্ল্যাস্টি সম্পন্ন হয়েছে। কার্ডিওলজি বিভাগের প্রধান ডা: গৌতম দত্ত সফলভাবে রোগীর হৃদযন্ত্রের প্রধান ধমনীর ৭০ শতাংশের বেশি ব্লক অপসারণ করে স্টেন্ট প্রতিস্থাপন করেন। বর্তমানে মনোরঞ্জন মুদী নামে ওই ছাত্র নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।