বিদ্যাসাগর সেতুতে চলন্ত বাসে দাউদাউ আগুন, বরাতজোরে রক্ষা পেলেন সব যাত্রী

কলকাতার রাস্তায় বুধবার সকালে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে একটি বেসরকারি বাসে হঠাৎ আগুন ধরে যায়। চালক ও কন্ডাক্টরের অবিশ্বাস্য তৎপরতায় দ্রুত সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়। ফলে জয়সলমীরের মতো বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে চোখের সামনেই পুরো বাসটি মুহূর্তের মধ্যে দাউদাউ করে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
সকাল ৭টা নাগাদ অফিস টাইমে এই ঘটনা ঘটায় বিদ্যাসাগর সেতু থেকে কলকাতামুখী যান চলাচল প্রায় ৪৫ মিনিট ধরে স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে হেস্টিংস থানার পুলিশ এবং দমকলের ২টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দীর্ঘ ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাত্র পাঁচ দিন আগে কেনা বাসে এই ঘটনায় মালিকপক্ষও হতবাক। অফিসগামী নিত্যযাত্রীরা দীর্ঘ যানজটে ফেঁসে ব্যাপক ভোগান্তির শিকার হন।