মমতাকে ‘ব্যক্তিগত আক্রমণ’ নয়, এবার নতুন কৌশল বিজেপির! ২০২৬-এর জন্য কী বার্তা শীর্ষ নেতৃত্বের? – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
একুশের বিধানসভা নির্বাচনে ‘ব্যক্তিগত আক্রমণ’-এর নেতিবাচক ফল দেখে সতর্ক বিজেপি। ২০২৬ সালের ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগামছাড়া আক্রমণে লাগাম টানার জন্য দলের নেতাদের সতর্ক করা হয়েছে শীর্ষস্তর থেকে। রাজনৈতিক প্রচারকে ইস্যুভিত্তিক করার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, বিধানসভা ভোটের আগে সিএএ-কে হাতিয়ার করতে আরএসএস-এর সঙ্গে যৌথভাবে বাংলায় ৭০০ শিবির তৈরির প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। এই বিষয়ে জরুরি বৈঠক চলছে কলকাতায়।