পার্থর ‘গড়’ বেহালা পশ্চিমে এবার শোভন? তৃণমূলের বড় চমকের জল্পনা!
October 22, 2025

দীর্ঘ ২৫ বছর ধরে বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে পারে। যদি এমনটা হয়, তবে এই কেন্দ্রে এক সুদীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটবে বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় বাম আমল থেকেই এই কেন্দ্র থেকে জয়লাভ করে আসছেন এবং তিনি তৃণমূলের মহাসচিবের পদেও ছিলেন। শাসক দল যদি সত্যিই তাঁকে বাদ দিয়ে শোভনকে প্রার্থী করে, তাহলে তা নিঃসন্দেহে তৃণমূলের একটি চমকপ্রদ সিদ্ধান্ত হবে। এই কেন্দ্রে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।