মহিলাদের হাতে ‘খড়্গ’ তুলে নেওয়ার পরামর্শ শুভেন্দুর! অনুপ্রবেশকারী বিতাড়নের হুঁশিয়ারি
October 22, 2025

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নিউ দিঘায় এক অনুষ্ঠানে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “অনুপ্রবেশকারীদের তাড়াব; কোনও অনুপ্রবেশকারীকে দেশে রাখা হবে না।” নারী সুরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, মহিলারা যাতে নিরাপদ থাকেন, তার জন্য অনুপ্রবেশকারীদের বিতাড়ন অত্যন্ত জরুরি। দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মূল কারণ হিসেবে তিনি এই অনুপ্রবেশকেই দায়ী করেন।
বিজেপি নেতা এই সভায় মহিলাদের হাতে ‘খড়্গ’ তুলে নেওয়ার পরামর্শ দেন, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তাঁর দাবি, অনুপ্রবেশের কারণেই রাজ্যে অশান্তি, খুন ও ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। এই বক্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী একদিকে যেমন নারী সুরক্ষার বার্তা দিলেন, তেমনই আবার অনুপ্রবেশ-বিরোধী কড়া অবস্থানও স্পষ্ট করলেন।