শব্দবাজির তাণ্ডব! দীপাবলির রাতে কলকাতার মেট্রোয় কীভাবে ঢুকল পথকুকুর?

দীপাবলির রাতে শব্দবাজির দাপটে ভয় পেয়ে কলকাতার মেট্রো স্টেশনে আশ্রয় নেয় বেশ কিছু পথকুকুর। কর্তৃপক্ষ সূত্রে খবর, শহরের একাধিক স্টেশনে কুকুরদের আনাগোনা লক্ষ্য করা যায়। এর মধ্যেই একটি বাদামি রঙের কুকুর গিরিশ পার্ক স্টেশন থেকে একটি চলন্ত ট্রেনে উঠে পড়ে। যদিও পরে নিরাপত্তাকর্মীরা সেটিকে নিরাপদে নামিয়ে আনে। মেট্রো রেলওয়ে কড়া নজরদারি রাখার পরেও এই অনুপ্রবেশের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অন্য একটি ঘটনায়, ক্ষুদিরাম স্টেশনগামী শেষ মেট্রোয় মাস্টারদা সূর্যসেন স্টেশনের পর এক আতঙ্কিত কুকুরকে কামরার মধ্যে দৌড়াদৌড়ি করতে দেখেন যাত্রীরা। যদিও যাত্রীরা তাকে ধরতে পারেননি। পরে ক্ষুদিরাম স্টেশনে মেট্রোর নিরাপত্তাকর্মীরা কুকুরটিকে স্টেশনের বাইরে ছেড়ে দেন। এত কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই ‘ভুল যাত্রী’-র উপস্থিতি নিরাপত্তা বলয়ের বাস্তব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে মনে করছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *