শেখ হাসিনাও নিশানায়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে জেল হেফাজত!

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এতজন কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে ফৌজদারি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পেশ করা হলো। ‘গুম’ ও ‘মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগে ১৫ জন সেনা সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সেনা হেফাজতে থাকা এই কর্মকর্তাদের এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। সামরিক বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার সাধারণত সেনা আদালতে হলেও, মুক্তিযুদ্ধের বিরোধীদের বিচারের জন্য গঠিত এই ট্রাইব্যুনালে এমন বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সেনা মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে এই ঘটনাকে দেশের সামরিক শৃঙ্খলার জন্য বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন।
যে মামলায় এই সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানো হলো, তার অভিযুক্তদের তালিকায় এক নম্বরে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একই মামলায় ১২ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত। এই পরিস্থিতির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ জামানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে তাঁর অভিযোগ, দেশপ্রেমিক সেনাবাহিনীর এই হেনস্তা দেখে সেনাপ্রধানের চুপ থাকা বিস্ময়কর এবং এতে সেনার মর্যাদা রক্ষায় তাঁর চূড়ান্ত ব্যর্থতা প্রকাশ পাচ্ছে।