আমেরিকায় প্রিয়াঙ্কার দীপাবলি ও লক্ষ্মীপুজো ঝলমলে উৎসবে মাতলেন নিক-মালতীও – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
নিউইয়র্কের বাড়িতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীকে নিয়ে জমকালো দীপাবলি উদযাপন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের সংস্কৃতি ভোলেননি দেশি গার্ল। লক্ষ্মীপুজো থেকে রঙ্গোলি তৈরি, সব কিছুতেই ছোট্ট মালতীকে পাশে নিয়ে প্রথা মেনে অংশ নিলেন প্রিয়াঙ্কা ও নিক। উৎসবের সেই বিশেষ মুহূর্তগুলো সমাজমাধ্যমে ভাগ করে নিলেন তারকা দম্পতি।