মন্দিরের দরজা খুলতেই ভক্তদের হুড়োহুড়ি! ৩০০০ কেজি প্রসাদ উধাও এক নিমিষে – এবেলা

এবেলা ডেস্কঃ
গুজরাতের দাখোরে দীপাবলির পর শ্রী রণছোড়রায় মন্দিরে দেখা গেল এক অবাক করা দৃশ্য। মন্দির প্রাঙ্গণে তৈরি হওয়া প্রায় ৩০০০ কিলোগ্রাম ‘অন্নকূট’ প্রসাদ লুঠ করে নিলেন হাজার হাজার ভক্ত। ২৫০ বছরের পুরোনো এই ঐতিহ্যকে ঘিরে ভক্তদের মধ্যে প্রতি বছরই বিপুল উন্মাদনা দেখা যায়।
এই মন্দিরটি শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত এবং স্থানীয়ভাবে এটি রণছোড়রায় দাখোর মন্দির নামে পরিচিত। সারা দেশে দীপাবলির উৎসব শেষে যখন কিছুটা নীরবতা নামে, তখন এই মন্দিরে শুরু হয় অন্নকূট উৎসব।
অন্যান্য মন্দিরের মতো এখানে প্রসাদ বিতরণ করা হয় না। বরং, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন করা বুন্দিয়া, চাল, ফল ও মিষ্টিসহ বিভিন্ন উপকরণের তৈরি এই বিশাল পরিমাণ প্রসাদ ভক্তরাই লুঠ করে নেন।
এ বছরও দীপাবলির পর রীতি মেনে এই উৎসবের আয়োজন করা হয়। জানা গেছে, প্রায় ৮০টি গ্রামের মানুষ এই উৎসবে অংশ নেন। গত পরশু দুপুরে রণছোড়রায়জিকে প্রসাদ নিবেদনের পর যখন মন্দিরের দ্বার খোলা হয়, তখন ‘জয় রণছোড়’ ধ্বনি দিয়ে হাজার হাজার ভক্ত মন্দিরের ভেতরে প্রবেশ করেন। সকলের মধ্যে প্রসাদ সংগ্রহ করার জন্য এক প্রবল প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মাত্র দশ মিনিটের মধ্যে পুরো প্রসাদ শেষ হয়ে যায়। ভক্তদের এই ভিড় সামলাতে মন্দির চত্বরে পুলিশও মোতায়েন করা হয়েছিল।
Kheda, Gujarat: In Dakor, Gujarat, a centuries-old tradition sees over 3,000 kg of Annakut offered to Lord Ranchhodrai on Diwali’s second day. Villagers from 80 nearby villages “loot” the prasad, ensuring safety with police, then share it among themselves pic.twitter.com/yZXni1HoPw
— IANS (@ians_india) October 21, 2025