বড় বিপদ! অবতরণের পরই হুড়মুড়িয়ে ভাঙল রাষ্ট্রপতির কপ্টারের হেলিপ্যাড, ভিডিও ভাইরাল

কেরালা সফরে গিয়ে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে তাঁকে নিয়ে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারটি অবতরণের কিছুক্ষণ পরই নবনির্মিত হেলিপ্যাডের একাংশ অতিরিক্ত ভারের জেরে ভেঙে নিচে বসে যায়। এর ফলে কপ্টারটি কিছুটা বেসামাল হয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও দমকল কর্মীরা। কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই তাঁরা হাত দিয়ে ঠেলে হেলিকপ্টারটিকে ক্ষতিগ্রস্ত স্থান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

চারদিনের সরকারি সফরে কেরলে থাকা রাষ্ট্রপতি মুর্মু বুধবার সকালে শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা হচ্ছিলেন। জানা গিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে অবতরণের স্থান পরিবর্তন করে প্রামাদম স্টেডিয়াম ঠিক করা হয়েছিল এবং হেলিপ্যাডটিও দ্রুত তৈরি করা হয়। সদ্য ঢালা কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ার কারণেই এই বিপত্তি ঘটে। তবে রাষ্ট্রপতি সুরক্ষিত আছেন এবং সেখান থেকে তিনি সড়কপথে শবরীমালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *