১৬৩৮ ক্রেডিট কার্ডের মালিক! হায়দরাবাদের যুবকের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

হায়দরাবাদের মণীশ ধমেজা ১৬৩৮টি সক্রিয় ক্রেডিট কার্ডের মালিক হয়ে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এ নাম তুলেছেন। যেখানে সাধারণ মানুষ একটি বা দুটি ক্রেডিট কার্ড ব্যবহার করতেও দ্বিধা করেন, সেখানে এই যুবকের বিপুল সংখ্যক কার্ডের ব্যবহার রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে। কানপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও সোশাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রিধারী মণীশ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় চিফ হোলসেল ব্যাঙ্কিং অফিসার পদে কর্মরত। আর্থিক দিকগুলি নিয়ে খুঁটিনাটি জানার আগ্রহ থেকেই তিনি এই শখ তৈরি করেন।
মণীশের দাবি, এতগুলি কার্ড থাকা সত্ত্বেও প্রতিটি কার্ডের সমস্ত তথ্য তাঁর নখদর্পণে। রেকর্ড গড়ার জন্য এই প্রতিটি কার্ডই সক্রিয় রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো কার্ডে তিনি বকেয়া রাখেননি। বিশ্বরেকর্ড সৃষ্টিকারী এই যুবক জানিয়েছেন, ক্রেডিট কার্ড তাঁর কাছে কেবল একটি আর্থিক সরঞ্জাম নয়, এটি তাঁর ভালোবাসা। তাঁর এই ব্যতিক্রমী শখ এখন আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল।