দীপাবলির দিন নিভে গেল আসরানির জীবনপ্রদীপ, অভিনেতা রেখে গেলেন কত কোটির সম্পত্তি?
October 22, 2025

আলোর উৎসব দীপাবলির মাঝেই শোকের ছায়া নেমে এসেছে বলিউড জগতে। সোমবার (২০ অক্টোবর, ২০২৫) মুম্বাইয়ের জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর।
অভিনেতার ইচ্ছে অনুযায়ী, কোনও রকম আড়ম্বর ছাড়াই সান্তাক্রুজের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রাজস্থানের জয়পুরের এই অভিনেতা। জানা যাচ্ছে, অভিনয়, পরিচালনা ও ব্র্যান্ডের প্রচার থেকে অর্জিত প্রায় ৪০-৫০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি তিনি স্ত্রী মঞ্জু আসরানির জন্য রেখে গিয়েছেন। কৌতুক অভিনেতা হিসেবে তাঁর ‘কমিক টাইমিং’ চিরস্মরণীয় হয়ে থাকবে।