সংঘাতের আবহে একদিনে গাজায় ১৫৩ টন বোমা ফেলল ইজরায়েল – এবেলা

এবেলা ডেস্কঃ

গাজা উপত্যকায় সংঘর্ষ বিরতির পরও পরিস্থিতির অবনতি। গত রবিবার একদিনে গাজায় মোট ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইজরায়েলি বাহিনী। সোমবার দেশের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিস্ফোরক দাবি করেছেন।

সংসদে তিনি জানান, সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইজরায়েলি সেনা ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে, যা হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব। নেতানিয়াহু বলেন, “আমাদের এক হাতে অস্ত্র আছে, অন্য হাতটি শান্তির জন্য প্রসারিত। শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তি থাকা প্রয়োজন, আর আজ ইসরায়েল আগের থেকে অনেক বেশি শক্তিশালী।”

ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজায় সেনা অভিযান এখনো শেষ হয়নি এবং এর মূল লক্ষ্য হলো হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। তার এই বক্তব্য সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

জানা গেছে, গাজায় সংঘর্ষ বিরতির পর রাফা এলাকায় ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর উপর হামলা চালানো হয়, যাতে দুজন ইজরায়েলি সেনা নিহত হন। এর জবাবেই রবিবার গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইজরায়েল। নেতানিয়াহু এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করলেও হামাস এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার দাবি অস্বীকার করেছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স মঙ্গলবার ইজরায়েলে পৌঁছেছেন। যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনা নিয়ে প্রশ্ন ওঠার পর তার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা।

কয়েক দিন আগে ইজরায়েল ও হামাসের মধ্যে একটি সংক্ষিপ্ত সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছিল, কিন্তু সাম্প্রতিক হামলা সেই বিরতিকে বিপন্ন করেছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, এই হামলার ফলে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে হামাসের সিনিয়র কমান্ডাররা রয়েছেন। হামাস ইতিমধ্যে ১২ জন ইজরায়েলি বন্দির মৃতদেহ দেশে ফেরত দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *