শ্যামাপূজার আগেই ধুপগুড়িতে চাঁদের হাট, ইসকনের আদলে মণ্ডপ উদ্বোধন করলেন অভিনেত্রী ঋত্বিকা সেন – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও বিগ বাজেটের শ্যামাপূজাগুলির মধ্যে অন্যতম হলো ধুপগুড়ি এসটিএসসি ক্লাব। প্রতি বছরই এই ক্লাবটি নিজস্ব ঐতিহ্য বজায় রেখে অভিনবত্বের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে। জলপাইগুড়ি জেলার এই ক্লাবটি এবছর ৫৫তম বর্ষে পদার্পণ করল। এ বছর তাদের পূজামণ্ডপ সেজে উঠেছে মায়াপুরের ইসকনের চন্দ্রদ্বয় মন্দিরের আদলে, যা ইতিমধ্যেই তাক লাগিয়েছে স্থানীয়দের।
কালীপূজার দুদিন আগে ক্লাবটির পূজামণ্ডপের শুভ উদ্বোধন করা হলো। মণ্ডপ উদ্বোধন করেন টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী ঋত্বিকা সেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে দিতেই সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এদিন ক্লাবের পূজার শুভ সূচনা হয় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। বিখ্যাত সংগীত শিল্পী প্রয়াত জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবের পূজামণ্ডপ সহ রাস্তার সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় শিল্পীরা জুবিন গর্গের জনপ্রিয় গান পরিবেশন করেন। মূল মঞ্চে অভিনেত্রী ঋত্বিকা সেন ছাড়াও স্থানীয় শিল্পীরা একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেবল মণ্ডপেই নয়, প্রতিমা নির্মাণেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের আশা, বিগত বছরগুলির মতো এবারও তাদের মণ্ডপে প্রচুর দর্শনার্থীর ভিড় হবে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ক্লাবের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।