মুখ্যমন্ত্রীর পুজোয় ‘ডি-জোন’-এ সুদীপ্তা! তবে কি তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেত্রী?

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে তারকাদের আগমন নতুন নয়। সেই তালিকায় এবার কি যুক্ত হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়? সম্প্রতি মুখ্যমন্ত্রীর কালীপুজোয় ‘ডি-জোন’ বা ভিভিআইপি এলাকায় তাঁর উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সুদীপ্তার শ্বশুরবাড়ি দীর্ঘদিন ধরেই তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর শাশুড়ি স্মিতা বক্সি প্রাক্তন বিধায়ক এবং শ্বশুর সঞ্জয় বক্সিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। এই রাজনৈতিক পারিবারিক প্রেক্ষাপটেই সুদীপ্তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে—তিনি কি আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলের প্রার্থী হতে চলেছেন?
জল্পনার মাঝে অভিনেত্রী সংবাদমাধ্যমের কাছে খোলাখুলি জানান, তিনি প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর আদর্শে বিশ্বাসী এবং তাঁর প্রতি কোনো ভণ্ডামি নেই। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে নিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সুদীপ্তা সরাসরি হ্যাঁ বা না কোনোটাই বলেননি, তবে ইঙ্গিতে বুঝিয়েছেন বিষয়টি সময়ের হাতেই ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক পরিবারের বধূ হিসেবে এই ধরনের জল্পনা স্বাভাবিক, কিন্তু সব নজর এখন আসন্ন নির্বাচনের দিকে—দল কি জোড়াসাঁকো আসন থেকে সুদীপ্তার মতো তারকা মুখকে প্রার্থী করে নতুন চমক দেবে?