ভোটের আগে ৭০০০ কোটি বরাদ্দ রাজ্যের, ১৫ হাজার কিমি রাস্তা নির্মাণের লক্ষ্য

গ্রামীণ সড়ক পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী বছর এপ্রিলের মধ্যে রাজ্যে সাড়ে ১৫ হাজার কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশাল কাজের জন্য রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে ৭,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। নবান্ন ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরকে এই সংক্রান্ত নীতিগত অনুমোদন দিয়েছে, এবং জানা গেছে ডিসেম্বর মাসেই কাজের বরাত (ওয়ার্ক অর্ডার) আসতে পারে।

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের তহবিল বকেয়া থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। রাস্তা চিহ্নিতকরণের কাজ চলছে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হেল্পলাইন থেকে আসা অনুরোধ যাচাই করে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গ্রামবাংলার সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর, তাই রাজ্য নিজস্ব অর্থেই এই সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *