শব্দবাজির চরম আতঙ্কে মেট্রোয় আশ্রয় পথকুকুরের, কাঠগড়ায় কালীপূজার শব্দ-তাণ্ডব
October 22, 2025

কালীপূজার রাতে কলকাতা জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব চলল। বিকট শব্দের দাপটে দিশেহারা হয়ে একটি পথকুকুর দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসতেই কামরার ভিতর আশ্রয় নেয় আতঙ্কিত সারমেয়টি। ভয় ও উদ্বেগে ট্রেনের ভিতরেই সেটি ছোটাছুটি শুরু করে দিলে যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়।
পরে শহীদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো কর্মীরা কুকুরটিকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় পশুপ্রেমী সংগঠনের হাতে তুলে দেন। এই ঘটনার মাধ্যমে আরও একবার স্পষ্ট হলো যে শব্দবাজির কারণে কেবল মানুষ নয়, প্রাণীজগৎও তীব্র দুর্ভোগের শিকার হচ্ছে। পরিবেশবিদদের মতে, শহরের বহু এলাকায় শব্দের মাত্রা ৯০ ডেসিবেল ছাড়িয়েছিল, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।