ভোটের দিনক্ষণ কি ঘোষণা হবে? SIR নিয়ে আজ দিল্লিতে কমিশনের জরুরি বৈঠক

তৃণমূল কংগ্রেসের প্রবল আপত্তি সত্ত্বেও রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী (SIR) প্রক্রিয়া কার্যকর করার পথে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং বাংলায় চলমান ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। বিহারে SIR প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ায়, রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে যে, এই বৈঠক শেষ হওয়ার পরই পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হতে পারে।
কমিশন সূত্রে খবর, SIR-এর মাধ্যমে ২০০২ সালের তালিকার সঙ্গে বর্তমান ভোটারের নামের “ম্যাপিং ও ম্যাচিং” প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এর সাংবিধানিক বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কমিশন জানিয়েছে এটি ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষার জন্য অপরিহার্য। বৈঠকে রাজ্য সিইও এই প্রস্তুতির চূড়ান্ত আপডেট পেশ করবেন এবং এরপরই SIR নিয়ে কমিশনের চূড়ান্ত ঘোষণা আসতে পারে।