আমেরিকার সঙ্গে বিরাট চুক্তি: চীনা ঝটকাতেই কি ভারতের কপাল খুলল?

ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির আলোচনা চূড়ান্ত পর্বে পৌঁছেছে। এই চুক্তি সম্পন্ন হলে ভারতীয় পণ্য রপ্তানির ওপর বর্তমান ৫০ শতাংশ শুল্ক উল্লেখযোগ্যভাবে কমে ১৫ থেকে ১৬ শতাংশের মধ্যে চলে আসতে পারে, যা দেশের রপ্তানিকারক ও অর্থনীতির জন্য বিশাল স্বস্তি এনে দেবে। হোয়াইট হাউসের ২৫ শতাংশ অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক কমার ব্যাপারেও আশাবাদী ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (CEA) নাগেশ্বরন।
তবে চুক্তিতে কিছু শর্ত থাকতে পারে। মিন্টের রিপোর্ট অনুযায়ী, রাশিয়া থেকে তেলের আমদানি ধীরে ধীরে কমানোর বিষয়ে ভারত সম্মত হতে পারে, যার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র এই শুল্ক কমাতে রাজি হবে। এর পাশাপাশি, চীন মার্কিন ভুট্টা আমদানি কমানোয় নতুন বাজার খুঁজছে আমেরিকা। ফলে, ভারত আমেরিকার জন্য বড় বাজার হতে পারে। এই মাসের শেষে আসিয়ান (ASEAN) শীর্ষ সম্মেলনে এই বাণিজ্য চুক্তি ঘোষিত হতে পারে বলে জল্পনা রয়েছে।