অতি বৃষ্টির লাল সতর্কতা কেরলে! স্কুল-কলেজ বন্ধ, আসছে তুমুল দুর্যোগ
October 22, 2025

উৎসবের মরসুমে দক্ষিণ ভারতে চরম ভোগান্তির আশঙ্কা। আবহাওয়া দফতরের (মৌসম ভবন) পূর্বাভাস অনুযায়ী, কেরলের ইডুক্কি জেলায় বুধবার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। অতি ভারী বৃষ্টির (২০০ মিলিমিটারের বেশি) আশঙ্কায় ইডুক্কি, পালাক্কড় ও মালাপ্পুরম জেলার জন্য ‘লাল সতর্কতা’ জারি করেছে মৌসম ভবন। একটানা দুর্যোগের জেরে কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুতে বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে কঠোরভাবে বারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।