সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন প্রতিবাদী চিকিৎসক – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
মেধা নয়, ডাক্তারি পড়তে লাগে ‘বাবার টাকা ও কোটা’
বিশিষ্ট প্রতিবাদী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন। তাঁর দাবি, বর্তমানে ডাক্তারি পড়তে মেধা নয়, প্রয়োজন ‘বাবার টাকা’ অথবা সংরক্ষণের সুবিধা, যা পিছিয়ে পড়া অংশের জন্য রয়েছে। এই পোস্টের পর সমাজের নানা স্তরে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করেছেন।