বিহারে দুই ‘MY’ ফ্যাক্টর! বিজেপি-আরজেডি, কেন প্রশান্ত কিশোরকে দেখে সবার ভয়? – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
বিহারের রাজনীতিতে এখন দুই ‘MY’ ফ্যাক্টর (মুসলিম-যাদব বনাম মহিলা-যুব) নিয়ে লড়াই। এর মধ্যে প্রশান্ত কিশোর (পিকে) মুসলিমদের বিকল্প দিয়ে এবং তরুণদের আকর্ষণ করে উভয় পক্ষের, বিশেষত আরজেডি’র মুসলিম ও বিজেপির যুব-মহিলা ভোটে থাবা বসাচ্ছেন। ওয়েইসির উপস্থিতিতে মুসলিম ভোট ভাগ হওয়ায় মহাজোটের কপালে চিন্তার ভাঁজ।