বিরাট ট্যুইস্ট! বিহার ভোটে লড়ছে না জেএমএম, নেপথ্যে ‘ষড়যন্ত্র’ না কি শরিকি বিবাদ? – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
একা লড়াইয়ের ঘোষণা করেও বিহার বিধানসভা নির্বাচন থেকে পিছু হটল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। হেমন্ত সোরেনের দল জানাল, আরজেডি ও কংগ্রেসের ‘রাজনৈতিক ষড়যন্ত্রে’ তাঁরা বঞ্চিত। আসন বন্টন না হওয়ায় প্রথমে ৬টি আসনে লড়ার কথা বললেও, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এই সিদ্ধান্ত নিল জেএমএম। ভবিষ্যতে জোটের ভবিষ্যৎ ভাবা হবে, হুঁশিয়ারি জেএমএম নেতৃত্বের।