কুকুরকে ‘খেয়ে ফেলার’ হুমকি! ছুরি হাতে প্রতিবেশীর বাড়িতে চড়াও বৃদ্ধ

আমেরিকার ফ্লোরিডার ইন্টারলাচেন এলাকায় প্রতিবেশীর পোষ্য কুকুরকে ‘জ্যান্ত খেয়ে ফেলার’ হুমকি দেওয়ায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ৬১ বছর বয়সী মাইনর ক্যাটলেজকে গুরুতর আক্রমণের অভিযোগে আটক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শুক্রবার সকালে একটি সাধারণ হাঁটার রাস্তা ব্যবহার করা নিয়ে ক্যাটলেজ তাঁর এক প্রতিবেশিনীকে হুমকি দেন। তিনি দাবি করেন, রাস্তাটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি এবং হুঁশিয়ারি দেন, “যদি আর কোনওদিন আমার জমিতে পা দিয়েছিস, তোর এই কুকুরটাকে আমি জ্যান্ত খেয়ে ফেলব!” মহিলা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।

পুলিশ এসে রাস্তাটি জনসাধারণের সম্পত্তি বলে জানালে ক্যাটলেজ আপাতভাবে শান্ত হয়ে ফিরে যান। কিন্তু শান্ত থাকার এই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিযোগ, প্রথম ঘটনার এক ঘণ্টা পরই ক্যাটলেজ দুটি ছুরি হাতে ওই মহিলার বাড়িতে চড়াও হন এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন। পুলিশে খবর দেওয়ার ‘শাস্তি’ হিসেবে তিনি ওই মহিলাকে ছুরি মারারও হুঁশিয়ারি দেন। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ আধিকারিকের সামনেই এই ঘটনা ঘটায় ক্যাটলেজকে দ্রুত গ্রেপ্তার করা হয়। জেলে নিয়ে যাওয়ার পথেও ওই বৃদ্ধ হুমকি দিতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *