কালী প্রতিমার মাথা কেটে নিল ‘জেহাদিরা’! ‘পশ্চিম বাংলাদেশকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত’, ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর

রাজ্যে হিন্দুরা সংকটে এবং পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর চক্রান্ত চলছে— কালীপুজোর মধ্যেই এমন বিস্ফোরক দাবি করে নতুন বিতর্ক উসকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাকদ্বীপ বিধানসভার উত্তর চন্দনপুর গ্রামের একটি ঘটনার ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে গিয়েছে ‘জেহাদিরা’। শুভেন্দুর দাবি, রাজ্য প্রশাসন ঘটনা চাপা দিতে তৎপর হলেও গ্রামবাসীদের প্রতিবাদের মুখে পুলিশ মন্দিরের দরজা খুলতে এবং ছবি সংগ্রহ করতে বাধ্য হয়।
বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, এই মারাত্মক অপরাধের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তুষ্টিকরণের রাজনীতির ফলেই পশ্চিমবঙ্গে হিন্দু দেব-দেবীর প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর এবং হিন্দুদের ওপর আক্রমণের মতো ‘জেহাদি কার্যকলাপ’ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। শুভেন্দু সনাতনীদের ‘জেগে উঠতে’ এবং ‘সংঘবদ্ধ হতে’ আহ্বান জানিয়েছেন, না হলে আগামী দিনে সমূহ বিপদ অপেক্ষা করছে।