আত্মহত্যার নাটক! কিশোরীর মৃত্যুতে বাবা-মাকে জুতোপেটা পড়শিদের, কেন এত ক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

আলিপুরে কিশোরী সঞ্জনার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বাবা ভোলা সিং ও সৎ মা পূজা সিংকে গণপিটুনি দিলেন পড়শিরা। তাঁদের অভিযোগ, রোজই কিশোরীর উপর শারীরিক নির্যাতন চলত, খুন করে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিললেও, বাবা-মাকে ঘর থেকে টেনে এনে চড়-জুতোপেটা করেন ক্ষুব্ধ স্থানীয়রা। পুলিশ দু’জনকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ না দিলেও, খুনের দাবিতে অনড় পড়শিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *