বাংলা কবিতার জাদুকর – এবেলা

এবেলা ডেস্কঃ

২২ অক্টোবর জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী। বনলতা সেন-এর কবির ‘অদ্ভুত আঁধার’ আজও প্রাসঙ্গিক। মৃত্যুর পর আবিষ্কৃত অপ্রকাশিত রচনা যেন ‘কবিতার গুপ্তধন’। হেমন্তের বিষণ্ণতা, প্রেম আর নিঃসঙ্গতার এই সাধক এখনও বাংলা সাহিত্যে অমর, তাঁর প্রভাব আজও পাঠকের মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *