বিরাটকে আটকাতে কি ফের ফাঁদ অ্যাডিলেডে – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
পার্থে প্রথম ম্যাচ হারের পর ভারতের সামনে অ্যাডিলেডের চ্যালেঞ্জ। দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) জন্য ফের বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট জানিয়েছেন, জস হ্যাজ়লউড ও মিচেল স্টার্ক অফ স্টাম্পের বাইরে বল সুইং করিয়ে কোহলিকে একই ফাঁদে ফেলতে পারেন। ২৩ অক্টোবর অ্যাডিলেডে দ্বিতীয় ওডিআই।