বড় খবর! কালীপুজোয় কলকাতাকে টেক্কা দিয়ে ৮ কোটি টাকার মদ বিক্রি করল এই জেলা – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুমে রাজ্যে রেকর্ড গড়ল পূর্ব মেদিনীপুর। কালীপুজোর একদিনেই প্রায় ৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে জেলায়, যা দুর্গাপূজার চারদিনের বিক্রির থেকেও বেশি। দিঘা-মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়ে দেশি ও বিদেশি মদ, দুইয়েরই ঢালাও চাহিদা ছিল। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, এর মধ্যে প্রায় ৭৪ হাজার লিটার দেশি মদ বিক্রি হয়েছে।