আকাশ থেকে পড়লেন উবের চালক – এবেলা
October 24, 2025

এবেলা ডেস্কঃ
অ্যাডিলেডে শহর ঘুরতে বেরিয়ে উবের বুক করেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল ও প্রসিদ্ধ কৃষ্ণ। চালক পিকআপ লোকেশনে পৌঁছে দেখেন, তাঁর গাড়িতে যাত্রী হিসেবে উঠেছেন এই তিন ভারতীয় ক্রিকেটার। তারকাদের দেখে প্রথমটায় বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। ড্যাশক্যামে ধরা এই বিরল মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।