শূন্য-ব্যালেন্স অ্যাকাউন্টের ‘লুকানো’ খরচ! ফ্রি-তে অ্যাকাউন্ট খুলে কি অজান্তেই পকেট কাটছে ব্যাঙ্ক? – এবেলা
October 24, 2025

এবেলা ডেস্কঃ
জিরো-ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের চিন্তা না থাকলেও কিছু পরিষেবার জন্য ফি দিতে হতে পারে—যা অনেক গ্রাহকই জানেন না। চেকবুক, ডেবিট কার্ড ইস্যু বা নির্দিষ্ট সীমার বেশি এটিএম লেনদেনের মতো ক্ষেত্রে চার্জ লাগতে পারে। অপ্রত্যাশিত টাকা কাটা এড়াতে পরিষেবা চার্জ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে বেতন অ্যাকাউন্টেও ওভারড্রাফট সহ নানা সুবিধা থাকলেও, চার্জের দিকটি খেয়াল রাখা আবশ্যক।