বিনা উদ্যোগে পার সময়সীমা, আদালতের নির্দেশ সত্ত্বেও বাংলাদেশে থাকা ৬ বাঙালিকে ফেরাল না কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বাংলাদেশ থেকে সোনালি বিবি-সহ ছয় ভারতীয়কে দেশে ফেরানোর ব্যবস্থা নিল না কেন্দ্রের বিজেপি সরকার। আদালতের দেওয়া চার সপ্তাহের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও এই বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ছয় ভারতীয়কে বাংলাদেশে পাঠানো এবং সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তাঁদের ফিরিয়ে না আনাকে ‘বাংলা বিরোধী মানসিকতা’ বলে আখ্যা দিয়েছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম।

জানা গিয়েছে, ভুল পথে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ছয় জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা সোনালি বিবিও ছিলেন। কলকাতা হাইকোর্ট একটি ‘হিবিস কর্পাস’ মামলায় গত ২৬ সেপ্টেম্বর নির্দেশ দেয় যে, এই ছয়জনকে চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে। আজ, ২৪ অক্টোবর সেই চার সপ্তাহের মেয়াদ শেষ হয়েছে।

তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম হতাশা প্রকাশ করে বলেন, আদালতের সময়সীমার নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এই নাগরিকদের ফেরানোর কোনো উদ্যোগ নেননি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি দাবি করেন, প্রথমে তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানো হলো। পরে কলকাতা হাইকোর্টের পাশাপাশি বাংলাদেশের আদালতও এই মানুষগুলোকে ভারতীয় বলে রায় দেয় এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দ্রুত তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সম্পাদক সামিরুল ইসলাম দুই দেশের আদালতের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রের ‘বাংলা বিরোধী’ সরকারের কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তিনি আরও দাবি করেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এই নাগরিকদের ফিরিয়ে আনার লড়াই থেকে পিছু হটবে না এবং বাংলার মানুষ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই ‘বাংলা বিরোধী জমিদারদের’ উপযুক্ত জবাব দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *