পুলিশের ভয়ংকর কীর্তি হাতে লেখা নোটে সব ফাঁস করে ডাক্তার কন্যার আত্মহত্যা – এবেলা
October 24, 2025

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের সাতারা জেলায় এক মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছেন। অভিযোগ, ফালতন থানার সাব-ইন্সপেক্টর গোপাল বাদনে তাঁকে পাঁচ মাসে চারবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। মৃত্যুর আগে বাঁ হাতে লেখা নোটে তিনি পুলিশ কর্মকর্তা গোপাল বাদনেকে দায়ী করে যান। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নির্দেশে অভিযুক্ত এসআইকে সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি তদন্ত শুরু হয়েছে। পূর্বে অভিযোগ জানালেও ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য মহিলা কমিশন।