বিপদ শুধু বাইরে নয়! প্রেসিডেন্টকে হত্যার ভয়ঙ্কর ছক, চকোলেট-জ্যামে ছিল বিষ! – এবেলা
October 24, 2025

এবেলা ডেস্কঃ
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে চকোলেট ও জ্যামের মধ্যে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বাবাহোয়ো শহরে জনসভায় তাঁকে উপহার হিসেবে এটি দেওয়া হয়। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে মর্মেলাদা ও চকোলেটে তিনটি রাসায়নিকের উচ্চমাত্রার সংমিশ্রণ ছিল। প্রেসিডেন্ট এই ঘটনাকে সুপরিকল্পিত হত্যার ছক বলে দাবি করেছেন।