ব্রেন ডেড মন্তব্যে সমর্থন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর, কেন পোস্ট মুছে দিলেন তিনি – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক বিদেশির ‘ব্রেন ডেড’ এবং ‘নোংরা’ বলে দীপাবলি উৎসবের বিরুদ্ধে করা মন্তব্যে ‘আমি সহমত’ লিখে বিতর্কের জন্ম দিয়েছেন। ভারত বিরোধী ও হিন্দু বিরোধী ঘৃণাকে উস্কে দেওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে তিনি বিতর্কিত টুইটটি মুছে ফেলেন। পরে সাংসদ দাবি করেন, ভুলবশত ওই পোস্টটিতে ক্লিক করে তিনি ‘আমি সহমত’ লিখেছিলেন, যা নিছকই একটি ভুল। বিজেপি এই ঘটনাকে হিন্দু বিরোধী মানসিকতার প্রকাশ বলে কটাক্ষ করেছে।