থামার নতুন মোড়! ‘বেতাল’-এর প্রেমে পড়লেন ‘মানুষ’ – এবেলা

এবেলা ডেস্কঃ

ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম ছবি ‘থামা’ এবার আনল ‘মানুষ-বেতাল’-এর নতুন প্রেম কাহিনি। রক্তবীজ অসুরের লোককাহিনি থেকে অনুপ্রাণিত এই ছবিতে পাহাড়ের বেতাল রাজ্যের সর্দার যক্ষাসনকে চ্যালেঞ্জ করে নিরীহ সাংবাদিক অলোক। তবে আয়ুষ্মান-রশ্মিকার রসায়ন জমল না, যদিও বরুণ ধাওয়ানের উপস্থিতি ও ক্লাইম্যাক্স নজরকাড়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *