ক্ষমতায় শান্তনু! বিধায়কের লোকজনের হাতেই ভাঙল CAA ক্যাম্প, তুঙ্গে চাপানউতোর – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
কল্যাণীতে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উদ্বোধন করা সিএএ ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ উঠল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। বুধবার রাতে সেন্ট্রাল পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। দুই পক্ষই মারধরের অভিযোগ তুলেছে। অম্বিকা রায় অবশ্য ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।