বিস্ময়কর ভাইফোঁটা! দাদুর হাতে খুন নাতনি, থমথমে সোনারপুর; ফরাসি তরুণীর ফোঁটা গাছকেও – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
দাদুর হাতে ৪ বছরের নাতনি খুনে ভাইফোঁটাতেও শোকের ছায়া সোনারপুরের কোদায়িলায়। অন্যদিকে, উলুবেড়িয়ায় শাড়ি পরে বাঙালি রীতিতে ফোঁটা দিলেন দুই ফরাসি ও এক সুইস তরুণী। সুন্দরবনের মহিলারা প্রকৃতিরক্ষার শপথ নিয়ে ম্যানগ্রোভ চারাগাছকে ‘সবুজ ভাই’ হিসেবে ফোঁটা দিলেন। যৌনপল্লি, বৃদ্ধাশ্রম ও আশ্রমেও নানা রূপে পালিত হলো ভাতৃদ্বিতীয়া।