৫০ ভরি সোনা খুলে ফুলের সাজে গঙ্গাযাত্রা! নৈহাটির ‘বড়োমা’র নিরঞ্জন ঘিরে ধুন্ধুমার – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
নৈহাটির ঐতিহ্যবাহী ‘বড়োমা’ আজ রাজবেশ ছেড়ে ফুলের সাজে গঙ্গায় নিরঞ্জন হবেন। ৫০ ভরি সোনা ও ১০০ কেজি রুপোর গয়না খুলে মাকে বিদায় জানানো হবে। দুর্ঘটনা এড়াতে নৈহাটি জুড়ে কড়া পুলিশি নজরদারি। নিরঞ্জন দেখতে ভিড় করেছেন কয়েক লক্ষ মানুষ। এই বিসর্জন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।