ট্রমা কেয়ারেও ধর্ষণ! পিজি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক প্রশ্ন – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
কলকাতার আর জি করের ঘটনার এক বছর পর এবার ভরদুপুরে পিজির ট্রমা কেয়ারে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালিকার উপর। অভিযুক্ত সরকারি হাসপাতালের প্রাক্তন কর্মী ও দালালচক্রের সদস্য অমিত মল্লিক। হাসপাতালের কড়া নিরাপত্তা সত্ত্বেও বহিরাগত প্রবেশে ক্ষুব্ধ রোগী ও পরিজনরা। প্রশ্ন, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বহিরাগত নিষিদ্ধ এলাকায় কীভাবে ঘটল এমন ঘটনা? হাসপাতালের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।