পিজি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নীল শার্টের সূত্রেই সিসিটিভি দেখে ধরা পড়ল অমিত মল্লিক – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
পিজি হাসপাতাল ধর্ষণকাণ্ডে অভিযুক্ত অমিত মল্লিককে অবশেষে ট্যাংরার বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। নির্যাতিতা কিশোরীকে সঙ্গে নিয়ে ট্রমা কেয়ার সেন্টারে ঢোকার সিসিটিভি ফুটেজ দেখেই তাকে চিহ্নিত করে নাবালিকা। সে আগেই নীল শার্টের কথা জানিয়েছিল। সেই ছবি মোবাইলে নিয়ে লোকেশন ট্র্যাক করে ৬ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে জালে তোলে ভবানীপুর থানার দু’টি টিম।