এসএসকেএম ও উলুবেড়িয়া কাণ্ডে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের দুই প্রধান সরকারি হাসপাতাল—এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিকেল কলেজে পরপর অনভিপ্রেত ঘটনার জেরে প্রশাসনিক মহলে চরম অস্বস্তি তৈরি হয়েছে। হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড়ো প্রশ্ন ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্ত।
রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, সুপারদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনারও এই আলোচনায় উপস্থিত থাকবেন। প্রশাসন সূত্রে খবর, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা দ্রুত জোরদার করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
আইনি রক্ষাকবচ প্রত্যাহার নিয়ে চিন্তিত নন শুভেন্দু
অন্যদিকে, আইনি রক্ষাকবচ প্রত্যাহার প্রসঙ্গে বিন্দুমাত্র বিচলিত নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি জানান, “গত পাঁচ বছরে পুলিশ আমার বিরুদ্ধে যত মামলা করেছে, তার বেশিরভাগই হাইকোর্ট খারিজ করেছে। বাকিগুলো সিবিআইয়ের হাতে গিয়েছে।” এর পাশাপাশি তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, “দেখবি আর জ্বলবি, নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরে হারাবো — মমতাকে প্রাক্তন করব।”
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; ফিরছে বৃষ্টি
এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামীকাল, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।