প্রেমিকার জন্য পানশালায় মারামারি! অর্চনা পুরান সিংয়ের পাশে দাঁড়িয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন স্বামী পরমিত শেঠি – এবেলা

এবেলা ডেস্কঃ

অভিনেত্রী অর্চনা পুরান সিং, তাঁর স্বামী পরমিত শেঠি, পুত্র আর্যমান এবং পুত্রবধূ যোগিতা বিহানিকে নিয়ে সম্প্রতি পুনেতে ছুটি কাটাতে গিয়েছিলেন। শহরের বিখ্যাত সব রেস্তোরাঁ ও দোকানে ঘুরে বেড়ান তাঁরা এবং সেই সফরের মাঝেই উঠে আসে তাঁদের সম্পর্কের শুরুর দিকের এক পুরনো মজার কাহিনি।

এই ভ্রমণের সময় পরমিত শেঠি তাঁর ‘ড্যাড জোকস’-এর মাধ্যমে পরিবারকে হাসাতে গিয়েই প্রকাশ করেন এক সময় অর্চনার জন্য তিনি পানশালায় মারামারি পর্যন্ত করেছেন।

রুটির সঙ্গে মিসাল খাওয়ার সময় পরমিত মজার ছলে বলেন, “ভাবা যায়, একজন শান্ত মানুষ বারে গিয়ে মাতালদের সঙ্গে লড়াই করছে।” তাঁর এই কথায় ছেলে আর্যমান জিজ্ঞেস করেন, “বাবা, তুমি কীভাবে জানলে যে বারে মারামারি হয়?” পরমিত হাসতে হাসতে উত্তর দেন, “আরেহ বাবা, একবার তো আমি তোমার মায়ের জন্য লড়াই করেছিলাম।”

অর্চনা পুরান সিং এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে এটি তাঁদের ডেটিংয়ের শুরুর দিকের ঘটনা। আফ্রিকা সফরের সময় এক পানশালায় এক ব্যক্তি অর্চনাকে বিরক্ত করায় পরমিত তাঁকে বাধা দিতে এগিয়ে যান। পরমিত আরও বলেন, “মজার ব্যাপার হল, বেশিরভাগ মেয়েরা তাঁদের প্রেমিককে মারামারি থেকে থামায়, কিন্তু তোমার মা তখন বলছিল—‘আরও মার ওকে!’” এই কথা শুনে সবাই হেসে উঠলে অর্চনা কিছুটা লজ্জায় পড়ে যান।

পুনে সফরে তাঁরা বিখ্যাত জার্মান বেকারিতে চকলেট ইক্লেয়ার, লেবু টার্ট, বান-মাস্কা এবং পালং শাকের অমলেট সহ বিভিন্ন খাবার উপভোগ করেন। পরে তাঁরা ফার্গুসন কলেজ রোডে দক্ষিণ ভারতীয় খাবারও খান। উল্লেখ্য, মাত্র এক বছরেই অর্চনার ইউটিউব চ্যানেলে প্রায় ৯.৯ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *