বাইসাইকেলে চেপে এসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলি! অভিযুক্তের খোঁজে তল্লাশি, এলাকা জুড়ে আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) নিকটবর্তী এলাকায় এক ব্যক্তির উপর গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এক ব্যক্তি বাইসাইকেলে চেপে এসে অন্য একজনকে লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানানো হয়, কেমব্রিজ পুলিশ (Cambridge Police) জানাচ্ছে যে, সাইকেল আরোহী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শেরম্যান স্ট্রিটে (Sherman Street) অন্য একজনের উপর গুলি চালিয়েছে। অভিযুক্ত সাইকেল নিয়ে গার্ডেন স্ট্রিটের (Garden Street) দিকে এগোচ্ছে। নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার ও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

যদিও পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা অস্থায়ী ‘শেল্টার-ইন-প্লেস’ (shelter-in-place) নির্দেশিকা তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো আহতকে চিহ্নিত করা যায়নি এবং বর্তমানে জনসাধারণের নিরাপত্তার জন্য আর কোনো ঝুঁকি নেই।

কেমব্রিজ পুলিশ এক বিবৃতিতে বলেছে, ডেনহি পার্কের (Danehy Park) কাছে শেরম্যান স্ট্রিটে গুলি চালানোর ঘটনার তদন্তে তারা ঘটনাস্থলে রয়েছে। সেখানে ব্যালিস্টিক প্রমাণ (Ballistic evidence) উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে কোনো হতাহতের খবর নেই বা জনসাধারণের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকিও নেই।

বিশ্ববিদ্যালয়ের জরুরি সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, “দয়া করে সতর্ক থাকুন এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ HUPD-কে (Harvard University Police Department) জানান (৬১৭-৪৯৫-১২১২)।”

প্রাথমিক সতর্কতা অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীকে বাইসাইকেলে চড়ে গার্ডেন স্ট্রিটের দিকে যেতে দেখা গেছে। প্রথম সতর্কতার প্রায় ২০ মিনিট পরেও কিছু ছাত্র এবং স্থানীয় বাসিন্দাকে কোয়াড এলাকায় দেখা যায়, তবে সকাল ১১:৪০-এর মধ্যে এলাকাটি খালি করা হয়। একটি আবাসিক হলের কর্মীরা ছাত্রদের ভেতরে থাকার নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *